১০ নং কেওচিয়া ইউনিয়ন পরিষদ
সাতকানিয়া চট্টগ্রাম।
আলোচ্যসূচীঃ-
০১। পূর্ববর্তী সভার কার্যসূচী আলোচনা ও অনুমোদন
০২। ১% হতে ছাড়কৃত বরাদ্দ হতে স্কিম তালিকা প্রেরন ও অনুমোদন প্রসঙ্গে।
০৩। বিবিধ
সভার প্রারম্ভে সভাপতি সাহেব সভায় উপস্থিত সম্মানীত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন। শুরুতেই বিগত সভার কার্যসূচী শুনানো হয় ও বিস্তারিত আলোচনান্তে কোন সংশোধনী না থাকায় অনুমোদিত হয়।
সভাপতি সাহেব সভায় উপস্থিত সম্মানীত সদস্যবৃন্দকে অবহিত করেনযে,১% হতে ছাড়কৃত বরাদ্দ পাওয়া গিয়েছে। তিনি উক্ত বরাদ্ধের আলোকে বিভিন্ন দিক নির্দেশনা মুল্ক বক্তব্য উপস্থাপন করেন এবং জরুরী ভিত্তিতে প্রকল্প গ্রহন পুর্বক যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রকল্প দাখিলের জন্য সভায় দৃষ্টি আকর্ষন করেন।
সভায় দীর্ঘ আলোচনান্তে প্রকল্প সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিমাসে প্রমাপানুযায়ী ১১টি সভা করে থাকেন। এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় সমূহের উপর ভিত্তি করে অনিয়মিত সভা পরিচালনা করেন। এসকল সভায় যথারীতি কার্যবিবরণী প্রস্তুত করা হয়। উক্ত সভা সমূহে বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং তদনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস